শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

পলাশবাড়ী ষ্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহনের মূল্য কম নির্ধারণের অভিযোগ

পলাশবাড়ী ষ্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহনের মূল্য কম নির্ধারণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ পলাশবাড়ীতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামের (২য় পর্যায়) জন্য জমি অধিগ্রহনের মূল্য কম নির্ধারণের অভিযোগ করেছে জমির মালিকরা। এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবর আবেদন করেও কোন সাড়া মেলেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, শেখ রাসেল মিনি ষ্টিডিয়াম (২য় পর্যায়ের) প্রকল্প বাস্তবায়নের জন্য ৩ একর জমি অধিগ্রহন করে সরকার, ভুক্তভোগীদের দাবী যেখানে জমির মূল্য শতক প্রতি ৪-৫ লক্ষ টাকা সেখানে মাত্র ৫৩,৫২৪ টাকা মূল্য নির্ধারণ করেছে সরকার।
ভুক্তভোগীরা বলছেন ৪ ধারার পূর্বে অর্থাৎ ২০২২ সালেও দলিল মোতাবেক এখানে ৪ লাখ টাকা শতক জমি বিক্রি হলেও এত কম মূল্য নির্দারণ করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা।
ভুক্তভোগীরা জানান, ৪/২৯২১-২০২২নংনং এল এ কেসের মাধ্যমে ৪ধারা,৭ধারা ও ৮ ধারার নোটিশ প্রদান করা হয়েছে।আমরা সর্বশেষ ধারা ৮ এর ৩(ক)নং উপধারায় নোটিশের মাধ্যমে জানতে পারি যে আমাদের ভূমির মূল্য শতক প্রতি ৫৩,৫২৪ টাকা যা প্রচরিত বাজার মূল্য ও ৪ ধারার পূর্বে জমির দলিলের মূল্যের চেয়ে অতি নগন্য।
ভুক্তভোগী আজহারুল ইসলাম বলেন,জমির দাম এত কম ধরা হয়েছে যে আমরা অনেক ক্ষতিগ্রস্থ হবো,আমরা আবেদন করেছি কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।
গাইবান্ধার সিনিয়র সহকারী কমিশনার মোঃ আলাউদ্দীন জানান, বিষয়টি যাচাই বাচাই করে দেখা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com