শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগে আ’লীগের হামলায় দুজন আহত

গাইবান্ধায় জামায়াতের গণসংযোগে আ’লীগের হামলায় দুজন আহত

স্টাফ রিপোর্টার : গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়ায় জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুই জামায়াত কর্মী আহত হয়েছেন।
গত শনিবার সন্ধ্যার দিকে সদরের সাহাপাড়া ইউনিয়নের নান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামের ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও আব্দুল রহমান মণ্ডলের ছেলে মোঃ শিপন মন্ডল এবং তার ছোট ভাই জামায়াত কর্মী মোঃ স্বপন মণ্ডল। তারা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জামায়াত নেতাকর্মীদের দাবি, তারা কর্মীরা দাওয়াতি গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেন। পরে বাধা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে গেলে সাহাপাড়া ইউনিয়নের নান্দিয়া গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে জামায়াত কর্মীদের ওপর অতর্কিত হামলা হয়।
আহত জামায়াত কর্মী শিপন মণ্ডল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি গণসংযোগের সময় হঠাৎ আওয়ামী লীগের কিছু লোকজন আমাদেরকে বাধা দেয়, বাধা উপেক্ষা করে কার্যক্রম অব্যাহত রাখলে স্থানীয় আওয়ামী লীগ ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের নির্দেশে তার লোকজন অতর্কিত হামলা চালায়, এতে আমি আহত হই ও শিপন মণ্ডল আহত হন। পরে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে শিপন মণ্ডলের কানে ৬টি সেলাই দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামীর গাইবান্ধা সদর উপজেলা শাখার আমির মোঃ নুরুল ইসলাম মণ্ডল ও সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তাদের এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জ্ঞাপনসহ দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com