শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

সাদুল্লাপুরে পীরের পুণ্যভূমিতে বান্নী মেলা ঃ দর্শনার্থীদের ঢল

সাদুল্লাপুরে পীরের পুণ্যভূমিতে বান্নী মেলা ঃ দর্শনার্থীদের ঢল

সাদুল্লাপুর প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের পীরের পুণ্যভূমি বসেছে বান্নীর মেলা। এ মেলাকে ঘিরে হাজারো মানুষের ঢল নেমেছে। আশপাশ পরিবারগুলো দেখা গেছে উৎসবের আমেজ।
গতকাল শনিবার সকাল থেকে ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া মৌজায় অবস্থিত ঐতিহ্যবাহী বৃহত্তম ৪১ পীরের পুণ্যভূমি পীরেরহাট ময়দানে বসেছে বান্নীর মেলা। প্রতি বছররের ন্যায় জন্ম অষ্টমি তিথীর পরের শনিবারে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সে মোতাবেক গতকাল এ মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট বাস স্ট্যান্ড হতে আধা কিলোমিটার পূর্বদিকে বসেছে এ মেলা। ইতিমধ্যে কয়েকদিন আগে থেকেই এ মেলায় জমায়িত হয়েছে কয়েক হাজার দর্শনার্থী। গত শুক্রবার দিনব্যাপী মহিলাদের মেলা শেষ হয়ে গতকাল শনিবার শুরু হয়েছে পুরুষদের মেলা।
এ মেলায় বিভিন্ন নানান দ্রব্যের পসড়া সাজিয়ে বসেছে দোকানীরা। মনোহারি, পাকা মিষ্টি, দইখই, হুরুম বাতাসার দোকানসহ, ডালা, কুলা, বেত শিল্পের তৈরি বিভিন্ন গ্রামীন ঐতিহ্য জিনিষ পত্র, রসুন, কাঠের আসবাবপত্র, পুতুল নাচ, নাগরদোলা, এবং কামারেরা তাদের হাতের তৈরি জিনিষ নিয়ে ইতোমধ্যেই বসে গেছে মেলা প্রাঙ্গনে। লক্ষাধিক মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। মেলায় প্রতিযোগীতায় কিনছেন বিশালাকৃতির মাছ। এছাড়া বিভিন্ন শ্রেণির মানুষ তাদের মনোবাসনা পূরণের আশায় এখানকার একটি পুকুরে যুগ যুগ ধরে পানি পান করে আসছে। কেউ কেউ বোতলে করে সংগ্রহ করছেন এই পুকুরের পানি।
এবারে সরকারিভাবে মেলাটির ইজারা নিয়েছেন ওই মাসুদ মিয়া নামের এক বিএনপি নেতা। তিনি বলেন, সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে মেলা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোঃ অনিক ইসলাম বলেন, এ বছর মেলাটি ১ লাখ টাকা ডাক হয়েছে। এতিহ্যবাহি এ মেলাটি সফল করতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com