শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

গাইবান্ধায় ইন্ডিপেন্ডেন্স কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

গাইবান্ধায় ইন্ডিপেন্ডেন্স কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার ঃ আজ শুক্রবার থেকে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে ইন্ডিপেন্ডেন্স ২.০ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
গাইবান্ধা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, ক্রীড়া সংগঠক শহিদুজ্জামান শহীদ, ক্রীড়া সংস্থার সদস্য মনির হোসেন, ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, আহসানুল কবির রুদ্র, শফিকুল ইসলাম রুবেল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্ডিপেন্ডেন্স কাপ ক্রিকেন্ট টুর্নামেন্টে ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, জামালপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও স্বাগতিক গাইবান্ধার দুটি দলসহ মোট ১৬টি দল অংশ গ্রহণ করবে। আগামী ২০ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com