শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও রংপুর মহানগরের সাবেক সভাপতি সামিউল ইসলাম। সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি সোহান ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর আমীর একরামুল হক, ছাত্রশিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক ফাহিম মন্ডল, স্কুল সম্পাদক সাগর মিয়া প্রমূখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাথী ও কর্মীরা অংশগ্রহণ করেন।