শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

ফুলছড়িতে জমি নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ফুলছড়িতে জমি নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ফুলছড়ি প্রতিনিধি ঃ ফুলছড়িতে বাঁশের লাঠি দিয়ে রুহুল আমিন (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা জমিজমা ও পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষ আনিছুর রহমান ও এনামুল মিয়াসহ তাদের লোকজন পরিকল্পিতভাবে রুহুল আমিনকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।
‎এ ঘটনার পর নিহত রুহুল আমিনের স্বজনসহ বিক্ষুদ্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেয়। ‎রোববার বিকেলে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
‎নিহত রুহুল আমিন ওই গ্রামের মৃত্যু আব্দুর রহিমের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে। ‎‎নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে নয়াপাড়া গ্রামের আনিছুর রহমান ও এনামুল মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে রুহুল আমিনের বিরোধ চলে আসছিল। এরেই জেরে রোববার বিকেলে বাড়ির সামনে রুহুল আমিনের সঙ্গে আনিছুর রহমানের বাগ্বিতণ্ডা হয়। এরপর সেখানে এসে মজনু মিয়া, মাহতব ও এনামুলসহ কয়েকজন রুহুল আমিনকে মারধর শুরু করে। এক পর্যায়ে এনামুল তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রুহুল আমিনের মাথা ও শরীরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রুহুল আমিনের।
‎‎এদিকে, এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে রুহুল আমিনের স্বজন ও এলাকাবাসী। পরে তারা অভিযুক্ত আনিছুর রহমান ও এনামুলের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র বের করে ভাঙচুরসহ তাতে আগুন ধরিয়ে দেয়। অবস্থা বেগতিক দেখে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আনিছুর ও এনামুলসহ পরিবারের লোকজন।
‎ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
‎জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রুহুল আমিনকে মারধর ও কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
‎এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com