শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
ভরতখালী (সাঘাটা) প্রতিনিধি ঃ সাঘাটা উপজেলা ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও তার বাহিনী কর্তৃক যায় যায় দিন পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন রানা ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। গত বুধবার দুপুরে সাঘাটা উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা পৃথক দুটি ব্যানারে মানববন্ধনের আয়োজন করেন। যেখানে সাঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাদের নিজ দলের সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম আহবায়ক যথাক্রমে এনামুল হক শিল্পী, আবুল কালাম আজাদ, আবু হেনা মোস্তফা কামাল মিঠু ও আলাউদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবীর শাহীন, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, নুরুজ্জামান টিটু ও হারুন আকন্দ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর কবীর মিঠু ও সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা মহিলা দলের সভাপতি মৌসুমী আক্তার মিষ্টি, সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা আহ্বায়ক আইয়ুব হোসেন, ঢাকা জাতীয় প্রেসক্লাব সদস্য তোফাজ্জল হোসেন , নির্যাতিত সাংবাদিক সাঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা।