বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে মাদ্রাসা থেকে আয়োজিত পিকনিকে যেতে না দেওয়ায় অভিভাবকের উপর অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে মিথিলা খাতুন (১৫)। মিথিলা উপজেলার কোচাশহর ইউনিয়নের ধর্মপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেনির ছাত্রী । সে ধর্মপুর গ্রামের মিঠু মন্ডলের মেয়ে।
নিহত মিথিলার বাবা মিঠু মন্ডল জানান, উক্ত মাদ্রাসা থেকে আগামী রোববার পিকনিকে যাওয়ার দিন নির্ধারন ছিল। এ পিকনিকে তার মেয়েকে যেতে না দেওয়ায় মিথিলা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক পর্যায়ে অভিমান করে গত বুধবার সন্ধ্যায় ঘরে থাকা ঘাষমারা তরল বিষাক্ত ওষুধ (কীটনাশক) সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফরহাদ আলী জানান, মিথিলার শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে মিথিলার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।