বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত শনিবার রাত সাড়ে ৯ টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে অভিযান চালিয়ে ৮ জন জুয়াড়ীকে আটক করেছে সেনাবাহিনী।
গাইবান্ধা সদর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক নূরনবী সরকার এ তথ্য জানান। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ঘণ্টাব্যাপী গাইবান্ধা শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে অভিযান চালান গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা। এ সময় জুয়া খেলার বিপুল পরিমাণ সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করেন তারা। এছাড়াও জুয়া খেলার দায়ে আটক করা হয় ৮ জন জুয়াড়ীকে।
আটককৃত জুয়াড়ীরা হলেন, কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, ডিপ্টি মিয়া, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, আবু হোসেন। এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। গাইবান্ধা সদর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক নূরনবী সরকার জানান, সেনাবাহিনীর হাতে আটক ৮ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।