বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

সুন্দরগঞ্জ দাদন ব্যবসায়ীর হুমকিতে নিরাপত্তাহীনতায় এক পরিবার

সুন্দরগঞ্জ দাদন ব্যবসায়ীর হুমকিতে নিরাপত্তাহীনতায় এক পরিবার

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে দাদন ব্যবসায়ীর হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছে একটি পরিবার। পাওনা টাকার অজুহাতে মোকলেছার রহমানের (৫৯) মোটরসাইকেল আটক করে টাকা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে।
ভুক্তভোগী মোকলেছার রহমান উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের মৃত বাবর উদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি পেশায় সমাজসেবা অফিসের নৈশ প্রহরী। চাকুরির কারণে পরিবার নিয়ে তিনি গাইবান্ধায় থাকেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোকলেছার রহমানের ছেলে ছাইদ হাসান (২৬) অনেক দিন ধরে নিখোঁজ। এরই মধ্যে ২১ জানুয়ারি রাত ৯টার দিকে তিনি বাড়ি ফেরার পথে মোকলেছার রহমান ও তার স্ত্রী সালেহা বেগম মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের ফারুকের মোড়ে একদল ব্যক্তি তাদের গতিরোধ করে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় দাদন ব্যবসায়ী মিজানুর রহমান (৩৫), মুর্শিদ আলম (৪০), মোনারুল ইসলামসহ (৩০) আরও ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি গতিরোধ করে তাদের থামিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। তারা জানান, মোকলেছার রহমানের নিখোঁজ ছেলে ছাইদ হাসানের কাছে তাদের টাকা পাওনা রয়েছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা জোরপূর্বক মোকলেছুর রহমানের মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্তরা এখনও টাকা দাবি করে যাচ্ছে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তারা টাকা না পেলে মারধর করবে, প্রাণনাশ করবে এবং পুনরায় মোটরসাইকেল ছিনিয়ে নেবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com