বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা। এখন থেকে রোগীদের আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। সরকার নির্ধারিত ফি পরিশোধ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো যাবে।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিবাকর বসাকের আন্তরিক প্রচেষ্টায় পুনরায় চালূ হওয়া এই সেবা সুন্দরগঞ্জ উপজেলার ৮ লাখ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, দীর্ঘদিন আল্ট্রাসনোগ্রাম মেশিনটি বিকল থাকায় রোগীদের বাধ্য হয়ে জেলা শহর, বিভাগীয় শহর বা বেসরকারি ক্লিনিকে গিয়ে পরীক্ষা করাতে হতো। এতে সময় ও অর্থের অপচয় হতো, ফলে অনেক রোগী প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারতেন না।
এখন থেকে প্রতিদিন রোগীরা এই সেবা পাবেন। এতে বিশেষভাবে উপকৃত হবেন গর্ভবতী নারী ও অন্যান্য রোগীরা, যারা নিয়মিত আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে চান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিবাকর বসাক বলেন, আল্ট্রাসনোগ্রাম ও এক্স-রে সেবা পুনরায় চালুর ফলে রোগীরা সময়মতো প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন। এতে নিরাপদ মাতৃত্ব ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।