বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলায় ইটভাটায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় দুইটি ভাটা দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার গাইবান্ধা পরিবেশ অধিদফতরের উদ্যোগে এই অভিযান করা হয়। অর্থদ-িত ইটভাগুলো হচ্ছে- সুন্দরগঞ্জ উপজেলার কিশামত সর্বানন্দ এলাকার মেসার্স কে.এন.এম. ব্রিকস ও তালুক সর্বানন্দের মেসার্স এফ.কে.এম. ব্রিকস। প্রতিটি ভাটায় এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
এসময় সহযোগীতা করেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ পুলিশ সদস্যরা।