বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

সাদুল্লাপুরে ১১ হাজারের বেশি মানুষ ভাতা প্রত্যাশায়ঃ বরাদ্দ সংকটে অনিশ্চয়তা

সাদুল্লাপুরে ১১ হাজারের বেশি মানুষ ভাতা প্রত্যাশায়ঃ বরাদ্দ সংকটে অনিশ্চয়তা

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার দরিদ্রপ্রবণ উপজেলা সাদুল্লাপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য ১১ হাজার ৪৪৪ জন আবেদন করলেও বরাদ্দ সংকটে তারা এখনও কাঙ্ক্ষিত ভাতা পাননি। দীর্ঘদিন ধরে সমাজসেবা কার্যালয় ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরলেও আশানুরূপ সাড়া পাচ্ছেন না ভাতা প্রত্যাশীরা।
সরকারের নির্দেশনা অনুযায়ী শতভাগ ভাতা কভারেজ নিশ্চিত করতে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয় অনলাইনে আবেদন গ্রহণ শুরু করে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত বয়স্ক ভাতা পেতে ৩,২৮৮ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পেতে ৫,৬৯১ জন এবং প্রতিবন্ধী ভাতা পেতে ২,৫২৫ জন আবেদন করেছেন। ভাতা না পাওয়ায় হতাশ ভুক্তভোগীরা উপজেলার বিভিন্ন এলাকার ভাতা প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ছকিনা, রাজেনা, মফেলা, আব্দুর রাজ্জাক ও শাহানা বেওয়া। তাদের মধ্যে কেউ আবেদন করেছেন বয়স্ক বা বিধবা ভাতার জন্য, আবার কেউ প্রতিবন্ধী ভাতার জন্য। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও তারা ভাতার আওতায় আসতে পারেননি বলে অভিযোগ করেছেন।
একই অভিযোগ জামালপুর ইউনিয়নের বাসিন্দাদেরও। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, তার ইউনিয়নের প্রায় এক হাজার ব্যক্তি ভাতার জন্য আবেদন করেছেন। তবে বরাদ্দ সংকটের কারণে অনেকেই ভাতা পাননি, যা তার জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com