বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের কারণে ২০ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মঞ্জু মিয়া থানায় অভিযোগ করেছেন।
গতকাল সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগে সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর স্থানীয় প্রদীপ চন্দ্র বর্মনের কাছ থেকে মঞ্জু মিয়া পাশর্^বর্তী পাঁচগাছি শান্তিরাম গ্রামে ২০ শতক জমি ক্রয় করেন। সে সময় থেকে ওই জমি চাষাবাদ করে ভোগদখল করে আসছিলেন। সে মোতাবেক মঞ্জু মিয়া ওই জমিতে বোরো ধানের চারা রোপণ করেন। এদিকে একই গ্রামের মঞ্জু মিয়ার প্রতিবেশি আবু মোহাম্মদ (৫৫), তার ছেলে নাজমুল হক (২৫), পুত্রবধূ আলোমতি (২৪), আবু বক্কর (৫০), তার ছেলে সুজন মিয়া (২১) ও স্ত্রী শাহিনুর বেগম (৪৫) ওই জমিটি নিজেদের দাবি করে গত শনিবার ভোরে পরিকল্পিতভাবে ওই জমির ধানের চারা উপড়ে ফেলেন।
ভুক্তভোগী মঞ্জু মিয়া বলেন, জমিটি ক্রয় করে ভোগদখল করছি। এ মৌসুমে বোরো ধানের চারা রোপন করা হলে প্রতিপক্ষ আমাদের ক্ষতি করতে ধানের চারা উপড়ে ফেলেছে। তাই বিচারের আশায় থানায় অভিযোগ করেছি।