বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলার ভূমিদস্যু পতিত স্বৈরাচারের দোসর আ’লীগ নেতা, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট ও তার সন্ত্রাসী সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনগণ। গতকাল গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন সাঘাটা উপজেলাবাসীর ব্যানারে বিক্ষুব্ধ জনগণ। এসময় অভিযুক্ত ওই ইউনিয়ন আ’লীগ সভাপতি মোশারফ হোসেন সুইট ও তার ছোট ভাই সুজাউদ্দৌলা সুজা এবং সহযোগীদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
সড়ক অবরোধ করে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, মুক্তিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, আলমগীর হোসেন, গোলাম ব্যাপারি, সফর আলী, জাহিদ হোসেন প্রমুখ।