বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

সুন্দরগঞ্জে অগ্নিকান্ডে ৩ ঘর ভস্মীভূত

সুন্দরগঞ্জে অগ্নিকান্ডে ৩ ঘর ভস্মীভূত

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকা-ে ৩টি ঘর ভস্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের হাসানুর রহমান হাসু’র ছেলে হারুন অর রশিদের বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হারুনের স্ত্রী দুপুরে রান্না করার সময় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ধোঁয়া উঠতে দেখা গেলেও মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং একে একে ঘরগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রচ- তাপের কারণে কাছাকাছি যেতে পারেনি। আগুনের লেলিহান শিখার সামনে সবাই অসহায় হয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘরের আসবাবপত্র, ধান-চাল, বাদামসহ মূল্যবান সম্পদ কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা শামীম মিয়া বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা সবাই পানি নিয়ে ছুটে আসি। কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে কিছুই বের করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যে সব পুড়ে ছাই হয়ে যায়।
বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্ বলেন, আগুনে তিনটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com