বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ অবিলম্বে নীতিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করে বি আর টি এ কর্তৃক সকল ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক চালকদের লাইসেন্স প্রদান সড়ক মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড গাইবান্বায় ইজিবাইকের নিম্নতম ভাড়া ১০/টাকা নির্ধারন করা যানযট নিরসনের লক্ষ্যে গাইবান্বায় বাইপাস সড়ক নির্মাণ সকল শ্রমজীবীদের সামরিক রেটে রেশন প্রদান সহ আট দফা দাবিতে গতকাল গাইবান্ধা জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখা এই এই কর্মসূচির আয়োজন করে।
গাইবান্ধা জেলা র সংগ্রাম পরিষদের সংগঠক লাভলু মিয়ার সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলার প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, সহকারী উপদেষ্টা আফরোজা আব্বাস, ফুলছড়ি উপজেলার সমন্বয়ক আব্দুল খালেক, সুমন সরকার, সানোয়ার মিয়া, বাবু মিয়া, হারুন অর রশীদ মানিক সরকার, শাওন সরকার, শেখ সাদী প্রমুখ।