বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের কবর খননকারী ও মুর্দাকে (মৃত্যু ব্যক্তি) গোসলকারী ব্যক্তিদের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ এই কম্বল উপহার দেন।
এসময় পরিষদটি সদস্যরাসহ উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি সৈয়দ মেজবাহুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান একরামসহ অন্যান্যরা। চেয়ারম্যানের এই ব্যতিক্রম উদ্যোগে উচ্ছ্বসিত সুবিধাভোগি মানুষেরা। তার এমন কার্যক্রমে প্রসংসায় ভাসছেন তিনি।