বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল রোববার স্থানীয় এম.এন কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। সম্মেলনে শ্লোগান ছিল টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার।
সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার চেয়ারম্যান একেএম রফিকুন্নবী, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, আইবিডব্লিউএফ রংপুর ও দিনাজপুর অঞ্চলের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ হক্কানী, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গাইবান্ধা শাখার এসএভিপি শাখা প্রধান মোঃ রাশেদুল করিম, আইবিডব্লিউএফ রংপুর জোনের সেক্রেটারী মোঃ জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সম্পাদক মোঃ আবুল বাছেদ মন্ডল।
শেষে মোঃ ইসমাইল হোসেনকে সভাপতি ও মির্জা শহিদুল ইসলাম বেগ মুরাদকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com