বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

গাইবান্ধায় তিনদিন ধরে সুর্যের দেখা মেলেনিঃ তীব্র শীতে হাসপাতালে দুই বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধায় তিনদিন ধরে সুর্যের দেখা মেলেনিঃ তীব্র শীতে হাসপাতালে দুই বৃদ্ধের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ হিমেল হাওয়া, ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত গাইবান্ধার জনজীবন। গত তিন দিন ধরে সকাল থেকে দেখা মেলেনি সূর্যের। চরাঞ্চলের মানুষের জবুথবু অবস্থা। গাইবান্ধার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তাদের মধ্যে গাইবান্ধার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আশা মৃত্যু হয়েছে দুইজন বৃদ্ধের।
নিহত দুই বৃদ্ধ হলেন, সাঘাটা উপজেলার টেপা পদুম শহর গ্রামের লালু শেখের ছেলে নইমুদ্দিন শেখ (৬০), পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার মাহফুজার রহমানের ছেলে জুয়েল মিয়া (৫৫)।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আসিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই বৃদ্ধ ব্যক্তিই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। চেষ্টাকরেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বেড়েছে। ফলে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশী।
শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি, ও বয়স্করা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়েনহাসপাতালে আসছেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com