বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের আব্দুল জলিল মিয়া (৪৫) নামের একজন কৃষক বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল সকালে তিনি নিজ শয়ন ঘরে সবার অজান্তে বিষপান করে। টের পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ফরমান আলীর ছেলে।
পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে তিনি নানাবিধ জটিল রোগে ভুগছেন। সে কারণে কষ্ট সইতে না পেয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুত হাল রিপোর্ট করেছে।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত সেলিম রেজা জানান, এনিয়ে ইউডি মামলা হয়েছে।