বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় সন্ত্রাসী মোস্তফা কামাল সুমনসহ দু’জনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। গতকাল গাইবান্ধার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ হোসেন জামিন আবেদনের শুনানী শেষে এ আদেশ দেন।
গাইবান্ধার কোর্ট পরিদর্শক (সিএসআই) আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। কারাবন্দীরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পৌর শহরের বুজরুক বোয়ালিয়া (প্রধানপাড়া) গ্রামের সোলায়মান আলীর ছেলে সন্ত্রাসী মোস্তফা কামাল সুমন (৪৩) এবং উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল গ্রামের ওয়াহেদুন্নবী সরকার নুনু’র ছেলে রায়হান ফরহাদ লিখন (৪২)। এর আগে ওইদিন বেলা সাড়ে ১০ টার দিকে তারা আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।