বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে গভীর রাতে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাদুল্লাপুরে গভীর রাতে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ কামাল দক্ষিণ পাড়া গ্রামের শাহীন মিয়া (৪৫)-এর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পাশ্ববর্তী উপজেলা পীরগঞ্জের পানেয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মিয়া পেশায় একজন কৃষক। ঘটনার দিন তিনি বাড়ির পেছনে ভেকু ও মহেন্দ্র দিয়ে পুকুর খননের কাজ করছিলেন। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দীর্ঘ খোঁজাখুঁজির পর পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পানেয়ার বিলের মধ্যে ডিপের খুটির সাথে তাকে অস্বাভাবিক ভঙ্গিতে হাটু ভাজ অবস্থায় পাওয়া যায় ।
পরিবারের সদস্যরা প্রথমে তাকে জীবিত ভেবে বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রায় সকাল ১০টার দিকে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে ঘটনাস্থল পীরগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায় মরদেহটি পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com