বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধাসহ উত্তরাঞ্চলে বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে গতকাল সোমবার বিকেলে মতবিনিময় সভার আযোজন করে। স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) কার্যালয়ে মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি আসাদুজ্জামান শাহীন সভাপতিত্ব করেন।
মতবিমিয় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গাইবান্ধা নাগরিক পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম গোলাপ, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি অ্যাডঃ মোস্তফা মনিরুজ্জামান, সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠু, জাতীয় পার্টির আনোয়ারুল ইসলাম লেবু, রামচন্দ্রপুর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া মির্জা, সংগঠনের মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আনাউর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাকারিয়া হাসান সুমন, মাহবুবুর রহমান, আবুল কালাম, আহমেদুর রহিম, আবুল কালাম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিতর্কিত প্রিপেইড মিটার কোন অবস্থাতেই গাইবান্ধায় লাগাতে দেওয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ গ্রাহকদের ওপর চাপানো হবে। বক্তারা প্রিপেইড মিটার সংযোগে আগ্রহী নেসকোর নির্বাহী প্রকৌশলীদের অপসারণ দাবি করেন।