বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ বোনারপাড়া সরকারি কলেজের জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে গতকাল কলেজ চত্বরে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বোনারপাড়া কলেজ শাখার আহবায়ক সৃজন আহম্মেদ শিপনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠান উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বিএনপি‘র সদস্য সাবেক ছাত্র-নেতা কামরুজ্জামান সোহাগ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন সাঘাটা-ফুলছড়ি বিএনপির সাবেক নমীনি ফারুক আলম সরকার, বোনারপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম শরিফুল আলম, বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ, যগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ মিলন, আলাউদ্দিন মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব এ কে এম সোহেল রানা।