বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

জুনদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অর্থ নেওয়ার অভিযোগ

জুনদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অর্থ নেওয়ার অভিযোগ

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর জুনদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নিয়োগ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে একই পদে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের অর্থ নেয়ার ঘটনায় এলাকাবাসী কর্তৃক প্রধান শিক্ষকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
জানা গেছে, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম কামরুল আহসান কর্তৃক ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ৩ জনকে নিয়োগ দেয়ার কথা বলে একই পদে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের অর্থ গ্রহণ করায় এলাকাবাসী কর্তৃক ওই বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ের ৪তলা ভবনের ছাঁদ ঢালাই কাজ আটকে দিলেন এলাকাবাসী।
পশ্চিম গোপিনাথপুর গ্রামের বাবু মিয়ার পুত্র জিহাদ মিয়াকে চাকুরী দেয়ার কথা বলে ৮ শতাংশ জমির বিল্ডিং নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। একই গ্রামের মোখলেছের পুত্র শাওন মিয়াসহ অনেক ব্যক্তির কাছ থেকে নিয়োগ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। উক্ত ঘটনায় গতকাল সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উক্ত প্রদান শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পলাশবাড়ী থানার এসআই মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এলাকাবাসীর কাছে চাকুরীর দেয়ার অঙ্গীকার করায় ঘটনায় নিয়ন্ত্রণে আসে। পুলিশ উদ্ধার করে প্রধান শিক্ষকে বাড়ীতে দিয়ে আসে।
চাকুরী দেওয়ার কথা বলে একই পদে একাধিক ব্যক্তির কাজ থেকে অর্থ গ্রহণের বিষয়ে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি জানান, উক্ত ঘটনা সত্য নয় বলে অভিমত ব্যক্ত করেন।
অপরদিকে; ঢালাইয়ের কাজ বন্ধ থাকায় শ্রমিকদের তাদের মজুরী কে দেবে? এ নিয়ে ঠিকাদার বিপাকে পড়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com