বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

সাদুল্লাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টারঃ গতকাল সাদুল্যাপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সভার আলোচনায় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানকে এক বিরল ও অবিস্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, এই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এবং মুক্তিযুদ্ধের চেতনা জনগণের কাছে পুনঃ প্রতিষ্ঠিত হয়।
বক্তারা ঘোষণাপত্রের মাধ্যমে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। এতে বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ স্বাধীন ও নিরপেক্ষ হবে এবং ব্যক্তির অধিকার ও ভোটাধিকার সুরক্ষিত থাকবে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com