বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি ও উপজেলার সদস্য সচিব এবং যুবদলের সদস্য সচিবসহ নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা গুজব ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে দলীয় নেতারা।
গত বুধবার রাতে সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও যুবদলসহ দলীয় অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপি’র আহবায়ক ছামছুল হাসান ছামছুল।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া। তিনি বলেন, গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া ও উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সম্মানহানি ও দলীয় ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের জড়িয়ে চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে বিভিন্ন ফেক আইডির মাধ্যমে মিথ্যা গুজব ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা সাংগঠনিক সম্মানহানিসহ জনমনে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ ব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের মাহিদুল ইসলাম মিঠু, রেজোয়ান হোসেন সুজন, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ সোহান, পারভেজ সরকার, স্বেচ্ছাসেবক দলের নয়ন কবির নয়ন, মশিউর রহমান, শ্রমিক দলের জাহিদুল ইসলাম প্রমুখ ।