বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

শহরে ইজিবাইকের যানবাহনের কর্মবিরতিঃ জনগণের দুর্ভোগ

শহরে ইজিবাইকের যানবাহনের কর্মবিরতিঃ জনগণের দুর্ভোগ

স্টাফ রিপোর্টারঃ পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় ব্যাটারি চালিত ইজিবাইক, ভ্যান ও রিক্সা চলাচল বন্ধ থাকে। ফলে জনগণ চরম দুর্ভোগে পড়ে। শহরে যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ বছরের প্রথমদিন থেকে ইংরেজি মাসের জোড় তারিখে সবুজ ও বিজোড় তারিখে হলুদ রেজিষ্ট্রিকৃত ব্যাটারিচালিত যানবাহন চলাচল করবে। এ নিয়মের ব্যতিক্রম করে হলুদ ও সবুজ প্লেটযুক্ত যানবাহন একই দিনে চলাচল করতে পারবে না। এছাড়া লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত কোনো যানবাহন পৌর এলাকায় প্রবেশ এবং চলাচল করতে পারবে না। এ সিদ্ধান্তে ইজিবাইক ও ভ্যান চালকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা গতকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়ক ও শহরের সাথে সংযুক্ত সড়কগুলোতে ব্যাটারিচালিত ইজিবাইক, ভ্যান ও রিক্সা চলাচল বন্ধ করে দেন চালকরা। ব্যাটারি চালিত রিকসা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা এই কর্মসূচি পালন করে।
চালকদের দাবিগুলো হচ্ছে- গাইবান্ধা পৌরসভায় ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, মিশুক ও ইজিবাইক চলাচলে পৌরসভার অবাস্তব ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিট বিআরটিএ কর্তৃক প্রদান ও প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন, শহরের যানজট নিরসনের লক্ষ্যে বাইপাস সড়ক নির্মাণ করে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইজিবাইক স্ট্যান্ড নির্মাণ এবং বার্ষিক পৌর ফি এক হাজার টাকা নির্ধারণ, গাইবান্ধা পৌরসভার টোকেন ও প্লেট বাণিজ্য, জুলুম হয়রানি বন্ধ, পৌরসভায় চলাচলকারী চালকদের স্বল্পমূল্যে রেশনের ব্যবস্থা এবং প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইকসহ স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন রোড নির্মাণ।
এদিকে কর্মবিরতির সমর্থনে শহরের ডিবি রোডের পুরাতন জেলখানা মোড়ে ইজিবাইক চালকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা গোলাম রব্বানী, আফরোজা আব্বাস, নিলুফার ইয়াসমিন শিল্পী, রাজা মিয়া, শাহ আলম, লাভলু মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com