বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তরের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল মঙ্গলবার গাইবান্ধা সরকারি কলেজ মাঠে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সাবিহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক মোঃ শাহনেওয়াজ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর, বিআরটিএ গাইবান্ধার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলাম প্রমূখ। পরে গাইবান্ধা জেলা দল ও জয়পুরহাট জেলা দলের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গাইবান্ধা জেলা দল জয়পুরহাট দলকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গাইবান্ধা দলের হাবিবা দুটি গোল করে ম্যান অফ দা ম্যাচ হয়।
এছাড়াও আসমা ও রাত্রি একটি করে গোল করে। খেলা পরিচালনা করেন দেবাশীষ চক্রবর্তী দেবু আশরাফুল ইসলাম আসাদ মাহফুজ সরকার জাপান।