বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে নিলাম ছাড়া চুরি করে গাছ কর্তন

পলাশবাড়ীতে নিলাম ছাড়া চুরি করে গাছ কর্তন

পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ীর পল্লীতে নিলাম ছাড়াই সরকারী রাস্তার গাছ কর্তন করা হয়েছে। এতে করে রাজস্ব হারাচ্ছে সরকার। এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তথ্যানুসন্ধানে গিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হরিপুর গ্রামের লালচান এর বাড়ী হতে হরিপুর মহানন্দপুর ঈদগাহ মাঠ পর্যন্ত এবং শুকরুর মোড় হতে হরিপুর রাস্তার সিট হরিপুর এলাকায় রাস্তার দুই ধারে রোপনকৃত ইউক্লিপটাস গাছ সমিতির সদস্যগণ যোগসাজশে সুকৌশলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সুযোগ বুঝে রাতের আঁধারে কর্তন অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে। ইতিপূর্বে গত ১ সপ্তাহে প্রায় একশত গাছ কর্তন করেছে যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এর এক পর্যায় গত ৩ জানুয়ারী রাত ৩ টার সময় সিট হরিপুর রাস্তার ২০টি গাছ কর্তন করে। এ সময় রাস্তার পাশে পীরগাছা গ্রামের জামাল সরকারের পুত্র রাসেল সরকার গাছ কাটার শব্দ শুনে রাস্তায় এগিয়ে যাওয়ার অপরাধে তাকে মারপিট করে। পরে এলাকার লোকজন উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পলাশবাড়ী থানার এস.আই. রায়হান ঘটনা স্থলে উপস্থিত হয়ে কর্তনকৃত গাছ গুলি ইউপি সদস্য মানিকের নিকট বুঝিয়ে দিয়ে আসেন। ইউপি সদস্য মানিক মিয়া ভয় পেয়ে গাছ গুলি রেখে বাড়িতে চলে যান পরে গাছ গুলো কর্তনকৃত ব্যক্তিরাই নিয়ে যান বলে জানা যায়। তবে, ইউপি সদস্য মানিক মিয়া গাছ গুলির দায়িত্ব নেয়নি বলে সাংবাদিকদের জানান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার সাথে কথা বললে তিনি জানান, গাছগুলি রক্ষায় আমার কি দায়িত্ব আছে? আমি ইউএনও স্যারকে বলেছিলাম তিনি কোন ব্যবস্থা গ্রহন করেন নাই।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com