বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ গতকাল পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জিয়া মঞ্চের কমিটি গঠন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। কিশোরগাড়ী ইউনিয়ন জিয়া মঞ্চের সদস্য সচিব সোলাইমান মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম। সভায় বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান লাভল, সদস্য সচিব জসিম উদ্দীন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার লিটন, জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক জাকির হোসেন লিটন, কিশোরগাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বেনজির আহম্মেদ, উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক শাহিন সরকার ও কিশোরগাড়ী ইউনিয়ন জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আমির হোসেন প্রমুখ। সভাটির সঞ্চালনায় ছিলেন কিশোরগাড়ী ইউনিয়ন জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন। পরে উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম কিশোরগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড জিয়া মঞ্চের কমিটি ঘোষনা করেন। কমিটির সভাপতি হলেন আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মিয়া ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।