বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি’র (নেসকো) গ্রাহকদের অযৌক্তিক ও বিতর্কিত জন ভোগান্তিসহ গ্রাহকদের খরচ বাড়াতে অর্থ আত্নসাতের লক্ষ্যে ভৌতিক বিলের প্রি-পেইড মিটার লাগানো বন্ধের দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি ও নাগরিক কমিটির যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির আহ্বায়ক এম.এ মতিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক রওশন আলম সরকার, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, কৃষক সমিতির কেন্দ্রিয় কমিটির সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আবুল কাশেম, রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
মতবিনিময় সভা শেষে আগামী ১২ জানুয়ারী দুপুর ১২টার সময় বিদ্যুৎ অফিস ঘেরাও এর কর্মসূচি ঘোষণা করা হয়।