বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা অগ্নিসংযোগ

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে হামলা অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টারঃ জমি ও পুকুর নিয়ে দ্বন্দের জের ধরে প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তির সন্ত্রাসী বাহিনী গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীর দুটি বাড়িতে হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনা ঘটেছে গত শুক্রবার রাত ১১টার দিকে।
স্থানীয়রা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় সাঁওতাল পল্লীর বাসিন্দা সুন্দর মন্ডলের দুই ছেলে বৃটিশ সরেন ও শৈলেন সরেনের সাথে ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের দ্বন্দ্ব। তাদের মাঝে জমিজমা ও পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জের ধরে গত শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ তার লোকজন নিয়ে সুন্দর মন্ডলের বাড়িতে হামলা করে।
হামলাকারীরা জমি ও পুকুরের দখল ছেড়ে দেয়ার দাবী করলে সুন্দর মন্ডলের ছেলেরা জমি ছেড়ে দিতে রাজি হয়নি। পুকুর ও জমির দখল ছেড়ে না দেয়ায় চেয়ারম্যানের লোকজন বৃটিশ সরেনকে মারপিট করে। তার বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। আহত অবস্থায় বৃটিশ সরেনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com