বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধঃ গত ৩ জানুয়ারি সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক আনন্দর্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়। দুপুরে কয়েক শত নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ র্যালীটি বোনারপাড়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সাঘাটা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মাহফুজ আহমেদ টিটুর সভাপতিত্বে উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া হাসান জিম, সাধারণ সম্পাদ তারেকুজ্জামান তারেক, সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মইন প্রধান লাবু, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মিঠু, সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবীর শাহীন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল।