বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ পঞ্চদশের বারতায় স্বপ্ন দেখি সমতায় এই শ্লোগাণকে সামনে রেখে উদীচী শিল্পী গোষ্ঠী গাইবান্ধা সংসদের পঞ্চদশ জেলা সম্মেলন গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় একাডেমি চত্বরে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন প্রবীণ সঙ্গীত শিল্পী শাহ মশিউর রহমান। এ সময় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
দুপুরে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শাহ মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডঃ শ্বাশত ভট্টাচার্য, রেজাউর রহমান রেজু, সংস্কৃতিজন প্রমতোষ সাহা, শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, উদীচীর জেলা সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন, পরিবেশ আন্দেলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি চুণি ইসলাম, বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু, সিপিবি’র জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
বিরতির পর সাংগঠনিক অধিবেশনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন সাজ্জাদ চৌধুরী। সাংগঠনিক আলোচনার পর সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক নতুন কমিটি নির্বাচন করা হয়। অধ্যক্ষ জুহুল কাইয়ুমকে পুনরায় সভাপতি ও শিরিণ আকতারকে সাধারণ সম্পাদক করে গঠিত ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় ।