বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ইসলামী ফাউ-েশন কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গাইবান্ধা মিলনাতয়নে জেলা ইসলামিক ফাউ-েশনের উপ-পরিচালক মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আখতার হোসাইন, নিরাপদ খাদ্য অফিসার মোঃ মিলন মিয়া প্রমুখ।
প্রতিযোগিতা শেষে ৭ টি বিষয়ে ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিষয়গুলো হচ্ছে- কেরাত, আযান, হামনাত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও ইসলামি জ্ঞান।