বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

গাইবান্ধায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল বুধবার জেলা শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকার। প্রধান আলোচক ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব ও সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডঃ গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মইনুর রাব্বী চৌধুরী রুমান, সহ-সভাপতি শাহজাহান খান আবু, সিনিয়র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নুরন্নবী সরকার মিঠুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমান।
সাদুল্লাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সাদুল্লাপুরে পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালি সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ সোহানের সভাপতিত্বে ও সদস্য সচিব পারভেজ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান সুইট বকসি, আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন কবিরসহ অন্যারা।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com