বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার দুপুরে বর্ণাঢ্য র্যালি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য র্যালিটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে ছাত্রদল, জেলা বিএনপি, যুবদল, কৃষকদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
র্যালিতে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, ছাত্রদল জেলা সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।