বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় রঞ্জু কসাই (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
ছেলের লাঠির আঘাতে বাবা নিহত মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শিশুটি বাড়ির বাইরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এসময় মানসিকভাবে বিকৃত রঞ্জু কসাই শিশুটিকে ১০টাকা দিয়ে বানরের খেলা দেখানোর কথা বলে শিশুটিকে পাশের জনৈক সিদ্দিক পিওনের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে মুখ চেপে ধরে বিকৃত যৌন লালসা চরিতার্থের চেষ্টা চালায় রঞ্জু কসাই। এসময় শিশুটি চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শিশুটিকে ছেড়ে দিয়ে রঞ্জু কসাই লাফ দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন গত সোমবার দুপুরে শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে ওইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সবজিবাজার এলাকা থেকে রঞ্জুকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন, গ্রেফতারকৃত রঞ্জু কসাই মানসিকভাবে বিকৃত। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।