বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

গাইবান্ধায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ৭৫ নং রেলগেট এলাকায় খাদেমুল উম্মাহ্ নূরানী মাদরাসা ও স্থানীয় রেলগেট জামে মসজিদের যৌথ উদ্যোগে গত সোমবার রাতে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাইনিয়র আইটি লিমিটেডের স্বত্ত্বাধিকারী মোঃ নাহিদ রেজা।
৭৫ নং রেলগেট জামে মসজিদের খতিব মাওলানা নূরুল হকের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য দেন প্রধান বক্তা ঢাকা সাভারের নয়ারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহীম খলীল রহমানী, দ্বিতীয় বক্তা গোবিন্দগঞ্জের ইলমূল কোরআন রিচার্চ সেন্টার উন্মক্ত ক্বওমী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা রবিউল ইসলাম জামালী।
খাদেমুল উম্মাহ্ নূরানী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আল আমিন বিন আজাদের সঞ্চালনায় ও স্থানীয় যুব সমাজের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কুপতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মোঃ কামরুল হাসান, খোলাহাটি ইউপি সদস্য, খোলাহাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মোস্তফা জামান মিন্টু, আমন্ত্রিত অতিথি পল্লী চিকিৎসক মোঃ মনিরুজ্জামান মিন্টু, আব্দুর রউফ, প্রধান শিক্ষক শাহ আলম, শিক্ষক রুহুল আমিন শিশির, ব্যবসায়ী আব্দুর রশিদ সরকার, আশরাফুল ইসলাম, হারুন অর রশিদ, রবিউল ইসলামসহ বিশেষ অতিথিবৃন্দ। এছাড়া উক্ত মাদরাসার ছাত্রসহ অন্যান্য মাদরাসার ছাত্ররা গজল, হাম-নাদ পরিবেশন করে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com