বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহরের বাজারগুলিতে দুই সপ্তাহের ব্যবধানে সবজির দাম কমেছে। বর্তমানে কাচা মরিচ ৪০ টাকা, ফুলকপি ১০ টাকা, মুড়িকাটা পিয়াজ ৫৫ টাকা, আলু ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্য সবজির দামও সাধ্যের মধ্যে। গাইবান্ধা শহরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন শীতের সবজিতে ভরপুর বাজারগুলো। কম দামে শাক-সবজি কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও কিছুটা হতাশ বিক্রেতারা।
বিক্রেতারা জানান, কাঁচা মরিচ প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খুচরা বাজারে নতুন আলু ৪০-৫০, বাঁধাকপি ১০ টাকা, ফুলকপি ১০ টাকা, শিম ২৫, করলা ৫০, টমেটো ৫০, মুলার কেজি ৪-৫ টাকা। গাজর, বেগুন, লালশাক ও পুঁই শাকও বিক্রি হচ্ছে দুই সপ্তাহ আগের চেয়ে অর্ধেকেরও কম দামে। শহরের পুরাতন বাজারের আড়তদার শামসুজ্জোহা সরকার বলেন, জেলায় এ বছর সবজির ব্যাপক উৎপাদন হয়েছে। বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ দ্বিগুণ। তাই দামও কম। ওই বাজারের খুচরা বিক্রেতা জুল্লু মিয়া বলেন, এলাকায় সবজি উৎপাদন ও সরবরাহ বেশি। যে কারণে প্রতিদিন দাম কমছে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম বলেন, জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শীতকালীন সবজি আবাদ হয়েছে। আবহাওয়াও অনুকূলে আছে। সবজি পুরোদমে ওঠা শুরু করায় চাষিরা দাম একটু কম পাচ্ছেন।