বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত ২৭ ডিসেম্বর বিস্ময় সঙ্গীত বিদ্যালয়ে ২৪তম বছর পূর্তি উপলক্ষে শহীদ মিনারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়াজ রহমান লোটন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাদি। স্বাগত বক্তব্য রাখেন বিস্ময় সংগীত বিদ্যালয়ের পরিচালক, প্রশিক্ষক ও বিশিষ্ট কন্ঠশিল্পী মোহাম্মদ আলী খান। বক্তব্য রাখেন গণউন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান মোঃ আব্দুস সালাম, গণউন্নয়ন স্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।
অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশিষ্ট সংগীত শিল্পী শাহ মশিউর রহমান প্রমুখ।
সংগীতে বিশেষ অবদার রাখায় বিশিষ্ট যন্ত্র সংগীত শিল্পী প্রমতোষ সাহাকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। সংগীত পরিবেশন করেন মোহাম্মদ আলী খান ও সংগীত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।