বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় আনোয়ার হোসেন (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত আনোয়ার হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রহাটা গ্রামের আলকাদ হোসেনের ছেলে। দূর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। দূর্ঘটনার পরপর ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।