বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বাঙ্গাবাড়ী গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ৫০ শতাংশ জমিতে লাগানো ভুট্টার গাছ। গত ২৩ ডিসেম্বর সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে বাঙ্গাবাড়ী গ্রামের শরিফুল ইসলাম নেদো ও তার লোকজন ভুট্টার গাছ কেটেছেন ও উপড়ে ফেলেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে সম্প্রতি, উল্লেখিত শরিফুল ইসলাম নেদো সহ কয়েকজন লাঠি সোটা ধারালো অস্ত্র নিয়ে উক্ত জমি সংলগ্ন জমির তারকাটা বেড়া খুলিয়া জমিতে লাগানো ২১০টি ইউক্লিপটাস গাছ ও ৫০ টি কলা গাছ কর্তন করেন।
উক্ত দুই ঘটনায় ওই কৃষক পরিবারের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনায় সাঘাটা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে কৃষক সিরাজুল ইসলাম জানান। প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন কৃষক সিরাজুল ইসলাম।
এ ব্যাপারে শরিফুল ইসলাম নেদো সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।