বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে বালু ও মাটি চাপা পড়ে আব্দুল ওয়াহেদ (৩৬) নামের ট্রাক্টরের এক হেলপার নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির ওই ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, কাটাখালি নদীর চন্ডিপুুর এলাকা থেকে অবৈধভাবে বালুমাটি কেটে পরিহণের জন্য ট্রাক্টরে লোড দেয়ার সময় হঠাৎ ওপর থেকে মাটির চাপা ওপর থেকে ভেঙে পরলে ওয়াহেদ সেই বালুমাটির নীচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালুয়া বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, বালু ও মাটি কাটার সময় আব্দুল ওয়াহেদ নামে এক শ্রমিক মারা গেছে- তবে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।