বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ গাইবান্ধা পৌরসভার নগর মাতৃসদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন সুন্দরগঞ্জ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন সাঘাটায় অবৈধ বালু উত্তোলন : প্রশাসনের অভিযানে ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে (অব.) সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদের মতবিনিময় ফুলছড়িতে কিন্ডারগার্টেনে সহপাঠীদের হাতে শিক্ষার্থী নিগ্রহের অভিযোগ ঘাঘট নদীতে শিক্ষিকার লাশ উদ্ধার সাদুল্লাপুরে বেগুন ক্ষেতে মোজাইক ভাইরাস: দুশ্চিন্তায় কৃষক কামারপাড়া কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস গাইবান্ধা সরকারি কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস

ধাপেরহাটে তুলা চাষে বাম্পার ফলনের আশা রওশন আলীর

ধাপেরহাটে তুলা চাষে বাম্পার ফলনের আশা রওশন আলীর

স্টাফ রিপোর্টারঃ কৃষি পরিবারের যুবক রওশন আলী প্রামানিক। মাঠে বিভিন্ন ফসল উৎপাদনই তার নেশা। অন্যান্য ফসলের চেয়ে অধিক লাভের আশায় এ বছর আবাদ করেছেন তুলা। এ খেত থেকে ভাগ্যবদলের স্বপ্ন দেখেছেন এই কৃষক।
সম্প্রতি সরেজমিনে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের উত্তরপাড়া (খানুপাড়া) গ্রামে গিয়ে দেখা গেছে- রওশান আলীর তুলা খেতে সবুজের সমাহার। গাছের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে থোকায় থোকায় ফুল।
খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামের আব্দুস ছাত্তার প্রামাণিকের ছেলে রওশন আলী প্রমানিক। নিজের রয়েছে কৃষিজমি। উঁচু এই জমিতে শাক-সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন করেই সংসার চলে তার। এরই ধারাবাহিকতায় নতুন ফসল ফলিয়ে আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন দেখেন তিনি। এরই মধ্যে তুলা উন্নয়ন বোর্ডের পরামর্শে গত বছরে দেড়বিঘা জমিতে তুলা চাষ করছিলেন। এখান থেকে প্রায় ৭০ হাজার টাকা লাভের মুখ দেখেন রওশন আলী। এরপর চলতি মৌসুমে এক একর জমিতে তুলা আবাদে দেখা দিয়েছে বাম্পার ফলনের সম্ভাবনা। গত শ্রাবণ মাসে বীজ রোপণ করে ইতোমধ্যে গাছে গাছে ছেয়ে গেছে তুলাফুল। এসব ফুল থেকে উৎপাদিত হবে তুলা। আগামী মাঘ-ফাল্গুণ মাসে সংগ্রহ করা হবে সেই কাঙ্ক্ষিত তুলা ফসল। স্থানীয় শাহজাহান মিয়া নামের এক কৃষক বলেন, ইতোমধ্যে রওশন আলীর তুলা আবাদকে অনুকরণ করছি। তিনি লাভবান হলে আগামী বছর আমিও এই আবাদ করব।
এ বিষয়ে কৃষক রওশন আলী প্রামানিক বলেন, তুলা উন্নয়ন বোর্ডের অধীনে এ বছরে এক একর জমিতে রূপালী জাতের তুলা আবাদ করেছি। এতে সার-কিটনাশকসহ অন্যান্য খরচ হবে প্রায় ৩০ হাজার টাকা। ফলন ভালো হলে প্রায় লাখের বেশি টাকা তুলা বিক্রি করা সম্ভব।
গাইবান্ধার উপসহকারী কৃষি কর্মকর্তা তানজিমুল হাসান জানান, তুলা চাষাবাদ অত্যন্ত লাভজনক। কৃষক রওশন আলীসহ অন্যান্য কৃষকদের লাভবান করতে দাফতরিকভাবে সহযোগিতা করা হচ্ছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com