বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুরে স্বামী নজির হোসেনের মৃত্যুর মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্ত্রী রশিদা বেগম।
গত সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে মারা যায় বৃদ্ধ নজির হোসেন। এর মাত্র চার ঘণ্টার ব্যবধানে সন্ধ্যা ৭টার পর পরই মারা যায় স্ত্রী রশিদা বেগম। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গতকাল মঙ্গলবার সকালে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা আকন্দ মোবাইল ফোনে এই দম্পতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৭০ বছর বয়সী নজির হোসেন ওই গ্রামের মৃত নসিম উদ্দিন আকন্দের ছেলে। তিনি পেশায় অবসরপ্রাপ্ত আনসার সদস্য ছিলেন। অবসরের পর নজির হোসেন বাড়িতেই কৃষি পেশায় নিয়োজিত ছিলেন ।
মরহুম নজির হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নজির হোসেন বেশ কিছুদিন ধরে একাধিক জটিল রোগে ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত কারণেও তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এক সপ্তাহ আগে তিনি মেয়ের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার হাট লক্ষ্মীপুর গ্রামে বেড়াতে যান। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরে স্বামী নজির হোসেনের মৃত্যুর খবর শুনে সন্ধ্যা ৭টার পর পরই অসুস্থ হয়ে পড়েন স্ত্রী রশিদা বেগম। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় । গতকাল সকালে তাদের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা আকন্দ বলেন, বিষয়টি হৃদয় বিদারক। স্বামী নজির হোসেনের মৃত্যুর মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।