বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নকল নবীশদের চাকরি জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বৈষম্যবিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালন করে বাংলাদেশ এক্সট্রা মহরা (নকল নবীশ) এসোসিয়েশন সাদুল্লাপুর শাখা।
এসময় সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রি কার্যালয় চত্বরে কাফনের কাপড় পড়ে আমরণ অনশন পালন করে সংগঠনের সদস্যরা।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মহরা (নকল নবীশ) এসোসিয়েশন সাদুল্লাপুর শাখার সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।