বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেলেন ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মহদীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে ও পরিষদের সদস্যদের রেজুলেশনে উল্লেখিত সমর্থনে ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন বিএনপি নেতা আজাদুল ইসলাম। অভিযোগের ভিক্তিতে ও ইউপি সদস্যদের প্রস্তাবনায় গাইবান্ধা জেলা প্রশাসনের কার্যালয়ে এক আলোচনায় জেলা বিএনপি ও জেলা জামায়াতের নেতৃবৃন্দের অংশগ্রহণে মহদীপুর ইউপি সদস্যদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সংখ্যাগরিষ্ট সদস্যদের সমর্থনপ্রাপ্ত আজাদুল ইসলামকে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আব্দুল জোব্বার প্রধান জানান, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ইউপি সদস্যদের প্রস্তাবনায় রেজুলেশন অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনে আর কোন বাধা না থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করে পরিষদ পরিচালনা করবেন আজাদুল ইসলাম।